মুরগি চোর -এম মিজান রহমান
লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩৬:২০ রাত
মুরগি চোর
ණএম মিজান রহমান
মুরগি চোর পড়ছে ধরা
রেহাই এবার নাই
সবাই মিলে ধরল তারে
দিলো ধবল ধোলাই ।
কেউবা মারে কিল ঘুষি
পেঠের তলায় লাথি
লম্বা গলায় বেবাক জনে
দেখায় কত নীতি ।
চোর ব্যাটা কাঁইন্দা মরে
কয় নতশিরে
ভুল হবে না আর কখনো
ক্ষমো সবে মোরে ।
গায়ের মোড়ল নড়ে বসে
পায়ের উপর পা
উচ্ছেস্বরে জিদ দেখিয়ে
মারে কয়েক ঘা ।
এই সমাজে দিনে ঘটে
হরেক চুরের খেলা
মুরগি চোরের এ কোন দশা
আজব এ কোন ঠেলা ।
বউ বাছাদের খাবার দিতে
সেজে মুরগি চোর
খোদার কাছে সুধায় ব্যাটা
একি অপরাধ মোর !
পুকুর চুরির সব চোরেরা
খায় না কভু ধরা
তাদের বশে আমলারা সব
সুজন ভাড়া ভাড়া ।
খনন করে ব্যাংকে চুরি
চুরি রেলের বগি
মরার উপর খাড়ার ঘা
দেখেই নাহি দেখি !
জাতির ব্যামোঃ বিবেক হারা চোরের ব্যামো চুরি
বড় মশাই টিকই আছে
আমজনতা মরি ।
সব চোরেরা জব্দ হতে
জাগরে সত্যে জাগ
তোরাই পাবি একটু হলেও
মুরগি চোরের ভাগ ।।
___
২১ ভাদ্র ১৪২১বঙ্গাব্দ,
সিলেট, বাংলাদেশ ।
বিষয়: সাহিত্য
৯৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন